ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ বরগুনাবাসী

প্রকাশিত: ০৪-০৩-২০২৩ ০৮:৫৬

আপডেট: ০৪-০৩-২০২৩ ০৮:৫৯

বরগুনা সংবাদদাতা: উদ্বোধনের এক বছর পরও চালু হয়নি বরগুনা পৌরসভার বর্জ্য শোধনাগার। শহরের সোনাখালীর ঘনবসতিপূর্ণ এলাকায় ফেলা হচ্ছে পুরো শহরের বর্জ্য। এতে মশা-মাছির উপদ্রবের পাশাপাশি ময়লা পোড়ানোর ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছে স্থানীয়রা। পৌর কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রশিক্ষিত জনবল না থাকায় চালু করা যাচ্ছেনা বর্জ্য শোধনাগারটি।

বরগুনা পৌর শহরের হেউলিবুনিয়া এলাকায় পৌর সমন্বিত বর্জ্য শোধনাগারটি উদ্বোধন করা হয় ২০২১ সালের ২৬শে ডিসেম্বর। উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত সেটি চালু হয়নি। এদিকে পৌর শহরের বর্জ্য সোনাখালীর ঘনবসতিপ‚র্ণ এলাকায় ফেলা হচ্ছে। ময়লার এ ভাগাড়ে মশা মাছির উপদ্রব বাড়ছে। পাশাপাশি ময়লা পোড়ানো ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন এলাকার শিশু বৃদ্ধসহ নানা বয়সী মানুষ।

খোলা স্থানে হাসপাতালের বর্জ্য ও সাধারণ বর্জ্য ফেলার কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।  প্রশিক্ষণপ্রাপ্ত জনবল পেলেই শোধনাগারটি চালু করা হবে, এমনটাই জানালেন পৌর মেয়র কামরুল আহসান মহারাজ। বর্জ্য শোধনাগারটি দ্রুত চালু করা হোক, এমন প্রত্যাশা পৌরবাসীর। 

Priyonty/sharif