ফরিদপুরের চরাঞ্চলে সরিষার বাম্পার ফলন

প্রকাশিত: ০৫-০৩-২০২৩ ০৮:২৭

আপডেট: ০৫-০৩-২০২৩ ১৬:২৪

ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরের চরাঞ্চলে এবছর বারি-১১ জাতের সরিষার বাম্পার ফলন হয়েছে। এতে জেলায় ভোজ্যতেলের চাহিদা পূরণের আশা করছেন চাষীরা। সাধারণ জাতের চেয়ে বারি-১১ সরিষা চাষে বিঘাপ্রতি ১০ কেজি বেশি ফলন পাওয়া যায় বলে জানান তারা। আর এ জাতের সরিষা চাষে চরাঞ্চলের কৃষকদের সহযোগিতা করছেন কৃষি কর্মকর্তারা।

এবছর রবি মৌসুমে ফরিদপুরের চরাঞ্চলে ৪ হেক্টর জমিতে বারি ১১ জাতের সরিষা চাষ করা হয়েছে। কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা চরাঞ্চলের কৃষকদের উচ্চফলনশীল জাতের এই সরিষা চাষে উদ্বুদ্ধ করছেন। স্থানীয় জাতের সরিষা চাষে হেক্টর প্রতি ফলন হয় ৮শ’ থেকে সাড়ে আটশ’ কেজি। কিন্তু বারি-১১ সরিষার ফলন দ্বিগুণেরও বেশি হয়।

সম্প্রতি কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেছেন ফরিদপুরের চরাঞ্চলগুলো। এসময় তারা জানান, উন্নতজাতের সরিষা চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে জানালেন, গাজীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসী বেগম ও ফরিদপুর কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ স্বপন কুমার খাঁ।

প্রতিবছর ভোজ্যতেল আমদানিতে সরকারের প্রচুর অর্থ ব্যয় হয়। তাই নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি তেলের আমদানিনির্ভরতা কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার। 

MNU/Bodiar