হবিগঞ্জ সদর হাসপাতালে জনবল সংকট

প্রকাশিত: ০৬-০৩-২০২৩ ০৮:৩২

আপডেট: ০৬-০৩-২০২৩ ০৯:২৪

হবিগঞ্জ সংবাদদাতা: জনবল সংকটে ব্যাহত হচ্ছে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের কার্যক্রম। ৫৭ জন চিকিৎসক থাকার কথা অথচ রয়েছে তার অর্ধেকেরও কম। অন্যান্য পদেও রয়েছে জনবলের ঘাটতি। ফলে দুর্ভোগ পোহাতে হয় চিকিৎসা নিতে আসা রোগিদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় জনবল পেলে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা যাবে। 

২০১৪ সালে হবিগঞ্জ শহরে নির্মিত হয় ১০০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল। সম্প্রতি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে হাসপাতালটিকে। জেলার ২১ লাখ মানুষের চিকিৎসা সেবার প্রাণকেন্দ্র এ হাসপাতাল।

অধিকাংশ সময়ই হাসপাতালটিতে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী থাকে। এখানে ৫৭ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে আছে ২৬ জন। এছাড়া, কর্মকর্তা ও কমচারীর সংখ্যাও প্রয়োজনের তুলনায় অর্ধেক রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জনবল সংকটের কারণে হাসপাতালটিতে সব সময় রোগীদের পর্যাপ্ত সেবা দেয়া সম্ভব হয় না। এ নিয়ে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা।

তবে আরো ৬৪ জন চিকিৎসক এবং অন্যান্য পদেও লোকবল নিয়োগের আবেদন প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক মোহাম্মদ আমিনুল হক সরকার ।

অবিলম্বে শূণ্য পদ পূরণ করে হাসপাতালটিতে সেবার মান বৃদ্ধি করা হবে বলে প্রত্যাশা করছেন এ অঞ্চলের বাসিন্দারা।

 

Prottay/Bodiar