হাওরে মিলছে বড় বড় মাছ

প্রকাশিত: ০৬-০৩-২০২৩ ০৮:৩৫

আপডেট: ০৬-০৩-২০২৩ ০৯:৩৫

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার হাকালুকি হাওরে এবছর ধরা পড়ছে দেশি জাতের বড় বড় মাছ। বিলের পাড়ে অস্থায়ী নিলাম কেন্দ্র স্থাপন করেছেন ইজারাদাররা। সেখানে ভোর থেকে ব্যবসায়ীরা মাছ কেনার জন্য ভিড় করছেন। হাওর খনন ও বর্ষাকালে মা মাছ নিধন বন্ধ করা গেলে উৎপাদন আরও বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা।  

দেশীয় মাছের ভান্ডার হিসেবে খ্যাত মৌলভীবাজারের বৃহত্তম হাওড় হাকালুকি। এই হাওড়ের ৭০ ভাগ মৌলভীবাজারে। আর জেলার সীমানায় আছে আরও ছোট-বড় ১৬৮টি বিল। বর্তমানে হাকালুকিসহ বিভিন্ন বিলে মাছ ধরার উৎসব চলছে। মিলছে বড় বড় দেশীয় প্রজাতির রুই, বোয়াল, কাতলা মাছ। 

হাওড়ের মাছের চাহিদা রয়েছে দেশজুড়ে। যেসব বিলে মাছ ধরা চলছে তার পাড়েই গড়ে ওঠেছে অস্থায়ী পাইকারী হাট। প্রতিদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত মাছ বিক্রি হয়। 

এ বিষয়ে বিল ইজারাদার মো. জমির আলী বলেন, নানামুখী আগ্রাসনের ফলে হাওর হারাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। দিনদিন বিলগুলো ভরাট হচ্ছে। হাওর খনন করা হলে আর মা মাছ ধরা বন্ধ করা গেলে উৎপাদন আরও বাড়বে। 

মৌলভীবাজারের জেলা মৎস্য কর্মকর্তা মুহম্মদ মিজানুর রহমান বলেন, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মাছ উৎপাদন হয়েছে। ভরাট হাওরগুলো খননের বিষয়ে পরিকল্পনা রয়েছে।  

হাকালুকি ছাড়াও জেলার বিভিন্ন হাওরে চলছে মাছ ধরার উৎসব। 

 

Prottay/Bodiar