ত্বকী হত্যা: আজও অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ

প্রকাশিত: ০৬-০৩-২০২৩ ০৮:৫৮

আপডেট: ০৬-০৩-২০২৩ ০৯:২৯

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জে আলোচিত ত্বকী হত্যার দশ বছর পরেও মামলার অভিযোগপত্র দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা। এনিয়ে ক্ষুব্ধ নিহতের পরিবার। এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের সুশীল সমাজের প্রতিনিধিরাও। 

২০১৩ সালের ৬ই মার্চ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার এলাকার মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। এর দু’দিন পর ৮ই মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তক্বীর মরদেহ উদ্ধার করে পুলিশ। হাইকোর্টের নির্দেশে এই মামলা তদন্তের দায়িত্ব পায় র‌্যাব।

২০১৪ সালে ৮ই মার্চ র‌্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়েছে উল্লেখ করে ১১ জনের বিরুদ্ধে অভিযোগের খসড়া গণমাধ্যমে প্রকাশ করে তা দাখিলের কথা বলেছিলেন। কিন্তু তারপরও কেটে গেছে ৯ বছর, এখনো দাখিল হয়নি অভিযোগপত্র। এতে ক্ষুব্ধ ত্বকীর পরিবারসহ মানবধিকার সংগঠনের নেতারা। 

ত্বকী হত্যার বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। 

মেধাবী ছাত্র ত্বকী হত্যার বিচারের দাবিতে দশ বছর ধরে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করে আসছে।

 

 

 

Prottay/Bodiar