সীতাকুণ্ডের আগুনে বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ০৬-০৩-২০২৩ ০৯:১৭

আপডেট: ০৬-০৩-২০২৩ ১২:০৪

ফেনী সংবাদদাতা: চট্টগ্রামের সীতাকুন্ডে সীমা অক্সিজেন উৎপাদন কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকার বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্টদের দাবি ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে শিল্প গড়ে উঠা এবং সরকারি নজরদারির অভাবে বারবার এমন দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা।  

কারো ঘরের চাল উড়ে গেছে, কারোবা ভেঙ্গেছে দরোজা কিংবা জানালার কাঁচ। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে লোহার টুকরো। শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের পর আশপাশে এক কিলোমিটার এলাকা জুড়ে দেখা মিলছে এমন দৃশ্যের। ধ্বংসস্তুুপে পরিণত হয় পুরো এলাকা। নষ্ট হয়ে যায় কোটি কোটি টাকার মালামাল।

স্থানীয়রা বলছেন, জনবসতিপূর্ণ এলাকা হওয়া সত্বেও অপরিকল্পিতভাবে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে সীতাকুণ্ডে। পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হয় না। ফলে প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের পাশাপাশি আশপাশের ভবনের বাসিন্দাদের জীবনও হুমকির মুখে রয়েছে । 

বিস্ফোরণে আশপাশের এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহযোগীতার আশ্বস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

শিল্প প্রতিষ্ঠানগুলোতে এমন দুর্ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিলেন তিনি। 

 

Prottay/Bodiar