কুষ্টিয়া সংবাদদাতা: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় আয়োজিত তিন দিনব্যাপী লালন স্মরণোৎসবের শেষ দিন আজ। ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে শনিবার সকালে শুরু হওয়া এই উৎসব চলবে সোমবার মধ্যরাত পর্যন্ত।
পূর্ণিমার তিথি ধরেই লালনের এই স্মরণোৎসবে উপস্থিত হন বাউলরা। প্রচণ্ড গরম ও রোদ উপেক্ষা করে সাদা পোশাকধারী লালন অনুসারীর পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা যোগ দিয়েছেন এই লালন স্মরণোৎসবে। গান, আলোচনা আর ভাব-ভালোবাসা বিনিময় করে সময় কাটছে তাঁদের। ফকির লালন শাহ দোলপূর্ণিমা তিথিতে সাধুদের নিয়ে এক দিনের সাধুসঙ্গ করতেন। এরই ধারাবাহিকতায় লালন একাডেমি প্রতিবছর এ আয়োজন করে থাকে।
লালনের মূল ভক্তদের জায়গা তাঁর মাজারের আশেপাশে হলেও কানায় কানায় পূর্ণ আখরা বাড়ির আঙিনা ছাড়িয়ে মানুষের ভিড়ে পৌঁছে গেছে কালী নদীর পাড়েও। লালন আখড়াবাড়ির ভেতরে ও বাইরে চলছে গানে গানে লালনের জাতপাতহীন, মানবতাবাদী, অহিংস দর্শনের প্রচার। এবার বাউলদের জন্য শৌচাগার, সুপেয় পানিসহ ব্যাবস্থা রয়েছে চিকিৎসার।
Prottay/Bodiar