দুপুরে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

প্রকাশিত: ০৬-০৩-২০২৩ ০৯:৪১

আপডেট: ০৬-০৩-২০২৩ ১১:৪৪

ক্রীড়া ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আগের দুই ম্যাচের ব্যাটিং ব্যর্থতা ৭ বছর পর ঘরের মাঠে সিরিজ হেরেছে বাংলাদেশ। তাই এবার টাইগারদের লক্ষ্য ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়ানো। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১২ টায় ম্যাচটি শুরু হবে।

মান বাঁচানোর এ ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। সিরিজের প্রথম দুই ম্যাচে স্পিনারদের প্রশংসায় ভাসিয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। শেষ ম্যাচে ব্যাটারদের জ্বলে ওঠার তাগিদ তার। ম্যাচ শুরুর আগের দিন ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতে দেখা গিয়েছে লিটন-শান্তদের। বোলারদের নিয়ে আলদা ভাবে পরিকল্পনা সাজাতে দেখা গিয়েছে বোলিং কোচ অ্যালান ডোনালকে। তাই শেষ ম্যাচ জিতে মরিয়া সাকিব-তামিমরা।

অন্যদিকে, বাংলাদেশের সাথে দুই ম্যাচ জিতে এরই মধ্যে ওয়ানডে সুপার লিগে ১৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড। তাই বর্তমান চ্যাম্পিয়নদের লক্ষ্য থাকবে শেষ ম্যাচে জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা।

এদিকে শেষ ওয়ানডের আগে দুঃসংবাদ পেয়েছে ইংল্যান্ড। উরুর চোটে সিরিজ শেষ স্পিন অলরাউন্ডার উইল জ্যাকসের। তবে, এটা ম্যাচে কোন প্রভাব পড়বে না বলে মনে করেন পেসার মার্ক উড। দলগত চেষ্টাতেই এ ম্যাচেও জয়ের লক্ষ্য তাদের। সিরিজ হারলেও তাসকিনের বোলিংয়ে মুগ্ধ এ ক্রিকোঁর। 

দুদলের মুখোমুখি পরিসংখ্যানে এখন পর্যন্ত ২৩ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জিতেছে টাইগাররা। ১৯টিতে জয় আছে ইংল্যান্ডের।

 

MNU/Bodiar