ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে তিন-ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিলেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয়ে গেছে স্বাগতিক বাংলাদেশের। ফলে সোমবার (০৬ মার্চ) শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বেলা ১২টায়।
এর আগে ডেভিড মালানের দুর্দান্ত শতরানের ইনিংসে ভর করে প্রথম ওডিআই ম্যাচে ৩ উইকেটে জয় পায় জস বাটলারের দল। প্রথম ওয়ানডের দুঃসহ সেই স্মৃতি ভুলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল বাংলাদেশের সামনে। তবে আবারও আরেক ইংলিশ ব্যাটার জেসন রয়ের শতকে ম্যাচ হেরে বসে সাকিব-তামিমরা। তাই সাগরিকায় আজ টাইগারদের সামনে দিতে হবে কঠিন পরীক্ষা। যে পরীক্ষায় ব্যাটে-বলে জ্বলে উঠতে হবে ক্রিকেটারদের, নয়তো ডুবতে হবে হোয়াইটওয়াশের লজ্জায়!
ধবলধোলাই এড়ানোর মিশনে এক পরিবর্তন বাংলাদেশ দলে। ইনজুরিতে থাকা পেসার তাসকিন আহমেদের বদলে দলে অন্তর্ভুক্তি হয়েছে এবাদত হোসেনের। এদিকে শেষ ওয়ানডের আগে দুঃসংবাদ পেয়েছে ইংল্যান্ড। উরুর চোটে সিরিজ শেষ স্পিন অলরাউন্ডার উইল জ্যাকসের। তবে, এটা ম্যাচে কোন প্রভাব পড়বে না বলে মনে করেন পেসার মার্ক উড। দলগত চেষ্টাতেই এ ম্যাচেও জয়ের লক্ষ্য তাদের।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড ম্যালান, জেমস ভিন্সি, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, রেহান আহমেদ, জোফরা আর্চার।
MNU/Bodiar