যাত্রীর পেটে মিলল সোনার বার

প্রকাশিত: ০৬-০৩-২০২৩ ১৪:০৯

আপডেট: ০৬-০৩-২০২৩ ১৪:০৯

বেনাপোল সংবাদদাতা : ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ৫৮৩ গ্রাম ওজনের ৫ পিস সোনার বারসহ ইব্রাহিম ব্যাপারী (৩৫) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করে পুলিশ। 

সোমবার সকালে ওই যাত্রী ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়। 

ইব্রাহিম ব্যাপারী জেলা সদরের চরকেওয়ার গ্রামের আব্দুল লতিফের ছেলে।

বেনাপোল কাস্টমস হাউজের শুল্ক দফতরের সহকারী পরিচালক শায়েখ আরেফিন জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা। পরে তার পেটের ভেতর থেকে ৫পিস সোনার বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৪৬ লাখ টাকা।

 

Sumyia/Bodiar