ভবনে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত: ০৬-০৩-২০২৩ ১৪:২৩

আপডেট: ০৬-০৩-২০২৩ ২১:২৯

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণে আহত ১০ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে একজন ঢাকা মেডিকেলের আইসিইউতে এবং তিনজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে।

আজ (সোমবার) বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন জানান, বিস্ফোরণে আহতদের যথা সম্ভব চিকিৎসা দেয়া হচ্ছে। 

এদিকে, দুপুরে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। তবে, আনুষ্ঠানিকভাবে তারা কোন তথ্য দেয়নি।

 

FR/Bodiar