পার্থ রহমান: দীর্ঘ মেয়াদী জ্বলানি সহযোগিতার ব্যাপারে কাতারের আশ্বাস পেয়েছে বাংলাদেশ। কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে জ্বালানি তেল, বিশেষ করে এলএনজি আমদানির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কাতার থেকে বছরে আরও ১০ লাখ মেট্রিক টন এলএনজি কেনার প্রস্তাব দিয়েছে। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক আঞ্চলে বিনিয়োগ করতে কাতারের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পঞ্চম এলডিসি সম্মেলনের দ্বিতীয় দিন নানা কর্মসূচিতে অংশ নেয়ার পাশাপাশি কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারের সভাকক্ষে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাকক্ষে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কাতারের অমির।
বন্ধু প্রতিম দুই দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের মধ্যে বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের জ্বালানি সংকট তুলে ধরেন প্রধানমন্ত্রী। সংকট মোকাবেলায় কাতার থেকে আরো এক মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, বাংলাদেশের প্রস্তাবে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেন কাতারের আমির।
এ সময় কাতারের আমিরকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে চলতি বছরই বাংলাদেশ সফর করবেন বলে জানান কাতারের আমির। এই সাথে বাংলাদেশর অর্থনৈতিক অঞ্চলগুলোতে কাতারকে বিনিয়োগেরও আহবান জানান প্রধানমন্ত্রী। কাতার থেকে বর্তমানে প্রতি বছর ৫৬ লাখ মিটার কিউ এলএনজি আমদানি করে বাংলাদেশ।
MRP/Bodiar