পাকিস্তানে পুলিশ ভ্যানে বোমা হামলা, নিহত ৯

প্রকাশিত: ০৬-০৩-২০২৩ ১৫:৩১

আপডেট: ০৬-০৩-২০২৩ ১৫:৩১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান কনস্ট্যাবুলারির (বিসি) একটি পুলিশ ভ্যানে বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৩ জন। আজ (সোমবার) দুপুরে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক খবরে বলা হয়েছে, বেলুচিস্তানের বোলানে সিবি ও কাচির কাছাকাছি কামব্রি সেতু এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী বোমা হামলা বলা হচ্ছে। হামলার দায় এখনও কোনো পক্ষ স্বীকার করেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

করাচির জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ নোতজাই জানান, প্রাথমিকভাবে বিস্ফোরণটি একটি আত্মঘাতী হামলার ফলে ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে হামলার প্রকৃত ধরন তদন্তের পর জানা যাবে।

এসএসপি নোতজাই বলেন, আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড এবং নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেঞ্জো হামলার নিন্দা এবং শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদী ও কাপুরুষোচিত কর্মের মাধ্যমে তারা দুষ্ট উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়। এটি বেলুচিস্তানকে অনুন্নত রাখার ষড়যন্ত্র।

মুখ্যমন্ত্রী এক বিবৃতিতে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, 'জনগণের সমর্থনে এ ধরনের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করা হবে। বিজেঞ্জো নিহতদের জাতীয় বীর বলে আখ্যা দেন। তিনি প্রতিশ্রুতি দেন, শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না।

বেলুচিস্তান কনস্ট্যাবুলারি (বিসি) হল প্রাদেশিক পুলিশ বাহিনীর একটি বিভাগ, যেটি গুরুত্বপূর্ণ ইভেন্টে এবং কারাগারসহ সংবেদনশীল এলাকায় নিরাপত্তা প্রদান করে।

MNU/sharif