বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে

প্রকাশিত: ০৬-০৩-২০২৩ ১৭:১৬

আপডেট: ০৬-০৩-২০২৩ ১৭:১৬

নিজস্ব প্রতিবেদক: সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণে আগামীকাল (মঙ্গলবার) থেকে ১৪ই মার্চ পর্যন্ত প্রতিদিন সকালে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। আজ (সোমবার) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। তবে প্রাকৃতিক কারণে ঘটিত এই সাময়িক বিঘ্নের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বিএসসিএল কর্তৃপক্ষ।

আগামীকাল ৭ই মার্চ সকাল ৯টা ৫৫ মিনিট থেকে ৫ মিনিট, ৮ই মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১০ মিনিট, ৯ই মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১২ মিনিট, ১০ই মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১৩ মিনিট, ১১ই মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১৩ মিনিট, ১২ই মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১১ মিনিট, ১৩ই মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০ মিনিট এবং ১৪ই মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ৭ মিনিট এই সৌর ব্যতিচার ঘটবে বলে জানায় বিএসসিএল।

Raz/sharif