আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী টর্নেডোর আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্য। এখন পর্যন্ত ১৩ জনের প্রাণহানির খবর মিলেছে। কেনটাকি ও মিশিগানজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩ লাখেরও বেশি মানুষ। নিউইর্য়কের বিভিন্ন স্থানে তুষারপাত হচ্ছে।
শক্তিশালী টর্নেডোর তান্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের একাংশ। টর্নেডোর প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কেনটাকি ও মিশিগান অঙ্গরাজ্য। সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ৩ লাখেরও বেশি মানুষ। কেবল কেনটাকিতেই বিদ্যুৎবিহীন ২ লাখ ৪০ হাজার মানুষ। সেইসাথে রাজ্যটিতে জারি রয়েছে বন্যা সতর্কতা। অনেক এলাকায় স্কুল রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়ে আছে পেনসিলভানিয়া, ওহাইও, ওয়েস্ট ভার্জিনিয়া,আলাবামা, আরকানসাসসহ অন্তত ১০টি অঙ্গরাজ্য। বেশ কয়েকটি স্থানে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাতসহ ঝড়ো হাওয়া। ব্যাহত হচ্ছে যান চলাচল। এতে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
তীব্র তুষারপাতের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। এই পরিস্থিতি আরও বেশ কয়েক দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের দেয়া হয়েছে বাড়তি সতর্কতা।
এদিকে, আগামী সপ্তাহে যুক্তরাজ্যের স্কটল্যান্ড এবং উত্তর-পশ্চিমাঞ্চল জুড়ে তীব্র তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
hasna/sharif