স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদের এগিয়ে আসতে হবে- স্পিকার

প্রকাশিত: ০৬-০৩-২০২৩ ১৯:৩৮

আপডেট: ০৬-০৩-২০২৩ ১৯:৩৮

নিজস্ব প্রতিবেদক: স্মার্ট বাংলাদেশ নির্মাণের অগ্রযাত্রায় নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয়  সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক হবে স্মার্ট নারী উদ্যোক্তা। এজন্য নারীদের উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করতে হবে বলেও জানান তিনি। 

আজ (সোমবার) রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ- অ্যামচেমের  নারী দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

এসময় স্পিকার বলেন, সকল প্রতিবন্ধকতা জয় করে নারী উদ্যোক্তাদের জন্য প্রাতিষ্ঠানিক ও ব্যাংকিং সহায়তাসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার।

KNR/sharif