শবে বরাতে আতশবাজি-পটকা নিষিদ্ধ

প্রকাশিত: ০৬-০৩-২০২৩ ২০:৩৭

আপডেট: ০৬-০৩-২০২৩ ২০:৩৭

নিজস্ব প্রতিবেদক: পবিত্র শবে বরাতের রাতে আতশবাজি, পটকাসহ সব ধরনের ক্ষতিকারক দ্রব্য বহন এবং ফোটানোয় নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ (সোমবার) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং পবিত্র শবে বরাত অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আগামী ০৭ই মার্চ সন্ধ্যা ৬টা থেকে ৮ই মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন ডিএমপি কমিশনার।

উল্লেখ্য, আগামী ৭ই মার্চ (১৪ শাবান, ১৪৪৪ হিজরি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।

rocky/sharif