মদিনায় বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন

প্রকাশিত: ০৬-০৩-২০২৩ ২০:৪২

আপডেট: ০৬-০৩-২০২৩ ২০:৪২

ক্রীড়া ডেস্ক: সিলেটে তিন জাতি ফুটবল টুর্নামেন্টের আগে দ্বিতীয় দফায় মদিনায় আবাসিক ক্যাম্প করতে সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দলের ১৫ জন খেলোয়াড় এবং কোচিং স্টাফরা। গতরাত ১টা ১৫ মিনিটের ঢাকা ছাড়েন তারা।

এর আগে শনিবার একই সময় প্রথম দফায় সৌদি আরব গেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার নেতৃত্বে ১১ ফুটবলার। তবে পাসপোর্ট জটিলতায় দলের সাথে যোগ দিতে পারেনি ইব্রাহিম ও রবিউল। 

সৌদি আরবের মদিনায় আজ (সোমবার) কয়েকজন অনুশীলন করলেও কাল থেকে পুরোদমে অনুশীলন করবে বাংলাদেশ দল। অনুশীলন শেষে ফুটবলাররা দেশে ফিরবে ১৭ই মার্চ। 

ব্রুনাই ও সেশেলসকে নিয়ে আগামী ২২ থেকে ২৮শে মার্চ সিলেটে অনুষ্ঠিত হবে এই তিন জাতি ফুটবল টুর্নামেন্ট।

Saju/sharif