পঞ্চগড়ে সংঘর্ষ; ৬ মামলায় গ্রেফতার ৮১

প্রকাশিত: ০৬-০৩-২০২৩ ২২:০৭

আপডেট: ০৬-০৩-২০২৩ ২২:২৩

ঠাকুরগাঁও সংবাদদাতা : পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের ‘সালানা জলসা’কে কেন্দ্র করে সংঘর্ষ, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, গুজব রটানোসহ ৬টি মামলায় ৮ হাজার ১শ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে পুলিশের পক্ষ থেকে চারটি, র‌্যাব একটি ও আহমদিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আজ (সোমবার)  বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।

তিনি বলেন, শনিবারের তিনটি মামলার দু'টির বাদী পুলিশের উপ-পরিদর্শক মাসুদ রানা ও সাইদুর রহমান। আহমদিয়া সম্প্রদায়ের তরুণ জাহিদ হাসান হত্যা মামলার বাদী ওসমান আলী। অপরদিকে রোববারের করা তিনটি মামলার মধ্যে দু'টির বাদী পুলিশের উপ-পরিদর্শক সামসুজ্জোহা সরকার ও আলতাফ হোসেন, অপরটি র‌্যাবের নায়েব সুবেদার আব্দুস সামাদ সুবেদার। 

জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পর জলসা বন্ধের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এতে পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় দুই তরুণ নিহত হয়। পরে শনিবার রাতে তিনটি মামলা করা হয়। ওই তিন মামলায় রোববার বিকেল পর্যন্ত যুবদল নেতাসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর রোববার রাতে আরও তিনটি মামলা করা হয়। এতে গ্রেপ্তার করা হয় ৫৮ জনকে। এনিয়ে পৃথক ছয় মামলায় ৮১ জনকে গ্রেপ্তার করা হলো।

afroza/sharif