খুলনা সংবাদদাতা: খুলনা জেলার দিঘলিয়া উপজেলা সেনহাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঈনুল ইসলাম নামে এক যুবককে হত্যা করেছে প্রতিপক্ষ। আজ (সোমবার) বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকেল ৫টার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের হয়নি। তবে আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানায়, মাইনুল সোমবার বিকেলে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের আদর্শপাড়া এলকায় যায়। এসময় দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাঈনুলের পেট ও শরীরের বিভিন্ন অংশে কুুপিয়ে পালিয়ে যায়।
sanjida/sharif