নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যানকে থাপ্পড় মেরে আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আজ (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব রেহেনা আক্তারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়েছে।
এর আগে গত (বুধবার) সকালে ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে ইউএনও'র গাড়িতে ঘষা লাগার অভিযোগে মোটরসাইকেলের আরোহী সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে ইউএনও'র বিরুদ্ধে।
ঘটনাস্থলের কাছে থাকা একটি ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) ভিডিও ফুটেজে বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় আলোচনা-সমালোচনার মুখে পড়েন ইউএনও মনোয়ার। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ের নানা অভিযোগ দিতে থাকেন স্থানীয়রা।
Raz/sharif