চট্টগ্রাম সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। আজ (সোমবার) বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার মেলঘর এলাকায় চান্দখালি খালের পূর্ন খনন কাজ শুরু উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় হুইপ বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৩ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৩ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন কাজের কাজ বাস্তবায়ন করছে সরকার। পরে পটিয়ার শোভনদন্ডী ডিগ্রি কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্ধোধন করেন সামশুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ দেবুসহ আরো অনেকে।
afroza/sharif