চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রাম শহরের নিউমুরিং এলাকায় তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকে। আজ (সোমবার) রাতে পতেঙ্গার এশিয়াটিক লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, ‘মেঘনা অয়েলে তেলভর্তি ওয়াগন আনার জন্য যাচ্ছিল একটি ট্রেনের ইঞ্জিন। এ সময় সংকেত দেওয়া হলেও তা উপেক্ষা করে যাত্রীবাহী মিনিবাস রেললাইনের ওপরে উঠে যায়। তখন ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রেলের পয়েন্টসম্যানসহ তিনজন নিহত হন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন।’
নিহতরা হলেন রেলের পয়েন্টসম্যান মো. আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)। আসাদুজ্জামান ও মিটন বাসযাত্রী বলে জানিয়েছে পুলিশ।
rocky/sharif