লক্ষ্মীপুরে ৫ ইউনিয়নে ১৪ বছর নির্বাচন নেই

প্রকাশিত: ০৭-০৩-২০২৩ ০৯:১২

আপডেট: ০৭-০৩-২০২৩ ১০:১৩

লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুর সদরের ৫টি ইউনিয়ন পরিষদে গত ১৪ বছরেও নির্বাচন হয়নি। পৌরসভার সাথে সীমানা সংক্রান্ত বিরোধ ও মামলার দোহাই দিয়ে আটকে আছে ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এতে এসব ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা। 

প্রায় ১৪ বছর ধরে আটকে আছে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি, দালাল বাজার, চররুহীতা, লাহারকান্দি ও বাঙ্গাখা ইউনিয়ন পরিষদের নির্বাচন। এসব ইউনিয়নে সবশেষ ভোট হয়েছে ২০১১ সালের ২৭শে জুন। 

লক্ষ্মীপুর সদর পৌরসভা সম্প্রসারণের লক্ষ্যে চারপাশের ৫টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নতুন ৩টি ওয়ার্ড গঠন করে ২০১৫ সালের ২৫শে মে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। এরপর থেকে শুরু হয় নানা জটিলতা। যদিও ২০১৬ সালের ২৫শে মে বর্ধিত ৩টি ওয়ার্ডসহ মোট ১৫টি ওয়ার্ড নিয়ে লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন হয়। সেই সময় আদালত ইউনিয়ন পরিষদগুলোর সীমানা নির্ধারণ মামলা খারিজ করে দিলেও এসব ইউনিয়নে নির্বাচন হয়নি।    

স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচন না হওয়ায় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নেও ভাটা পড়ে আছে। 

জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ,  জানালেন, ৫টি ইউনিয়ন পরিষদের ওয়ার্ডগুলো বিভাজনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এসব ইউনিয়নে নির্বাচনের ব্যবস্থা করা হবে।

নাগরিক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইউনিয়নগুলোতে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

 

afroza/shimul