বাড়ছে খেলাপি ঋণ

প্রকাশিত: ০৭-০৩-২০২৩ ১৪:৩০

আপডেট: ০৭-০৩-২০২৩ ১৫:৩৯

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপী ঋণের পরিমাণ আরও বাড়ছে। গত ডিসেম্বর পর্যন্ত এর পরিমাণ প্রায় সোয়া এক লাখ কোটি টাকা। এতে বেশির ভাগই রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকে। গত এক বছরেই ১৭ হাজার কোটি টাকা খেলাপী হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের উদ্যোগ কঠোরভাবে বাস্তবায়ন হচ্ছেনা বলেই খেলাপী ঋণ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র দাবী করছেন, গত বছরের শেষ ৩ মাসে খেলাপী ঋণ কমেছে। আগামীতে আরো কমবে বলে আশা করেন তিনি।

দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ বেড়েই চলছে। এটি কমিয়ে আনতে নানামুখি পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক। ছাড় দেয়া হয় ঋণ পরিশোধে। বর্তমানে কিস্তির ৫০ শতাংশ অর্থ জমা দিলে খেলাপি হচ্ছেন না কেউ। এর আগে খেলাপির তালিকা থেকে বাদ পড়তে, কিস্তির ৭৫ শতাংশ অর্থ জমা দিতে হতো। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায, ২০২২ সালের শেষ তিনমাসে  খেলাপি ঋণের হার ছিল নি¤œমুখী। সেপ্টেম্বর প্রান্তিকের চেয়ে ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ কমেছে ১৩ হাজার ৭৪০ কোটি টাকা। তারপরও গত বছর ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপী ঋণের পরিমাণ ছিল ১ লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা। যা আগের বছরের চেয়ে ১৭ হাজার ৩৮২ কোটি টাকা বেশি বলে জানালেন, ইভিন্স গ্রপের পরিচালক শাহ্ রাইদ চৌধুরী।

সদ্য বিদায়ী বছরের শেষ তিনমাসে খেলাপী ঋণ কমে আসায় কিছুটা আশ^স্ত বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। নানামুখী পদক্ষেপ কাজে আসতে শুরু করেছে বলে মনে করেন তিনি।

তবে বছরের ব্যবধানে খেলাপি ঋণ না কমে, বেড়ে যাওয়াটা দুশ্চিন্তার বলে মনে করেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। বছরের শেষ প্রান্তিকে খেলাপি ঋণ কমে যাওয়ার ধারা অব্যাহত থাকবে কিনা এ নিয়েও শঙ্কার কথা বলেন তিনি।

সরকার কঠোর পদক্ষেপ নিয়ে তা দ্রুত বাস্তবায়ন না করলে খেলাপি ঋণের পরিমাণ বাড়তে থাকবে বলেও মনে করেন এ অর্থনীতিবিদ।

 

Tanzila/shimul