নিজস্ব প্রতিবেদক: ঘরোয়া আয়োজনে আনন্দ উৎসবের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে বৈশাখী টেলিভিশন। দিবসটি উপলক্ষ্যে উপহার এবং কেক কেটে নারী সহকর্মীদের বিশেষ সম্মান জানিয়েছে কর্তৃপক্ষ। কর্মক্ষেত্রে বিশেষ এই সম্মাননা নারীর পথ চলাকে আরো মসৃণ করবে বলেই মনে করেন নারী সহকর্মীরা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বেগুনী আভায় সেজে উঠেছিলো বৈশাখী টেলিভিশন। অফিস কর্তৃপক্ষের পাওয়া বিশেষ উপহারের শাড়ি পরে কাজের পাশাপাশি উৎসবে মাতেন নারী সহকর্মীরা।
বিকেলে কেক কেটে দিবসটি উদযাপন করেন বৈশাখী পরিবার। পাশে থেকে নারী সহকর্মীদের উৎসাহ যুগিয়েছেন সব বিভাগের কর্মকর্তারা। ঘরোয়া এই আয়োজনে যোগ দেয় আমন্ত্রিত অতিথিরাও। এমন আনন্দমুখর কর্মপরিবেশে উচ্ছ্বসিত নারী সহকর্মীরা।
কেক কাটার পাশাপাশি দিনটিকে রাঙিয়ে নিতে আয়োজন ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে জনপ্রিয় গান পরিবেশন করেন বৈশাখী টেলিভিশনের শিল্পী এবং আমন্ত্রিত শিল্পীরা।
নারী দিবসের শুভেচ্ছা জানাতে এসে অতিথিরা জানান, এমন আয়োজন নারীদের আরো একধাপ এগিয়ে দেয়।
নারী সহকর্মীরা জানান, নারী দিবস উপলক্ষ্যে প্রতিষ্ঠানের এই সম্মান কাজের ক্ষেত্রে উৎসাহ আরো বাড়িয়ে দেবে।
অচলায়তন ভেঙ্গে নারীদের পথচলাকে মসৃণ করতে নিজের মনোজগতেও পরিবর্তন আনার তাগিদ দেন তারা।
BRS/Bodiar