সুদীর্ঘ নির্মাণ কাজে ধূলিময় গাজীপুর

প্রকাশিত: ১০-০৩-২০২৩ ১৪:২৭

আপডেট: ১১-০৩-২০২৩ ১৩:০৬

পার্থ রহমান: ঢাকা বাইপাস মহাসড়কসহ কিছু নির্মাণ কাজের কারণে এখন ধূলিময় জনপদের নাম 'গাজীপুর'। নির্মাণ কাজের এই প্রকল্প সংশ্লিষ্ট আশপাশের এলাকার বায়ু দূষণ বাড়ছে। নানা রকম রোগে ভুগছে এলাকার মানুষ। কমে যাচ্ছে ফসলের উৎপাদনও। বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণ বিধি না মেনে কাজ করায় বায়ু দূষণ তীব্র হচ্ছে। 

কুয়াশা ভেদ করে মানুষের চলাচলের মত দেখালেও এগুলো আসলে ধূলিকনা। এমন পরিবেশেই বসবাস আর দৈনন্দিন কাজ চলে গাজীপুর ও আশপাশের এলাকার মানুষের। 

ঢাকার মতো গাজীপুরকে ঘিরেও চলছে বহুমুখী উন্নয়ন কাজ। বিআরটি প্রকল্প, ঢাকা বাইপাস মহাসড়কসহ সরকারি ও বেসরকারি নানা নির্মাণ কাজের ধকল যাচ্ছে গাজীপুরবাসীর ওপর দিয়ে। ঢাকা যে দিনের পর দিন বায়ু দূষণের শীর্ষে থাকে- তারও বড় কারণ এই ধূলিময় পরিবেশ।

মাটি খোঁড়াখুঁড়ি, ইট-পাথর ভাঙ্গা, বালু তোলা আর সিমেন্টের ধূলা বাতাসে মিশে মানবদেহে ঢুকছে। আক্রান্ত করছে ফুসফুস।

ঢাকা বাইপাস মহাসড়ক নির্মাণের ধূলোবালির কারণে গাজীপুরের পূবাইল এলাকার মানুষের ঘরে থাকাও দায় হয়ে পড়েছে। প্রায় দুই বছর ধরে চলা সড়ক উন্নয়নের কাজের ধূলোর জন্য আশপাশের এলাকার গাছও মারা গেছে, কমেছে ফসলের উৎপাদন।

প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে শব্দ ও বায়ু দুষণ রোধে নির্দেশনা দেয়া আছে বলে জানান প্রকল্প পরিচালক মো. আব্দুল ওয়াহিদ। তবে তা বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলো তা ঠিকমতো মানছে না।

পরিবেশ নিয়ে কাজ করা বিশেষজ্ঞ পরিবেশবিদ আহমেদ কামরুজ্জামান মজুমদার বলছেন, আগে ধূলোবালি বায়ূ দূষণের জন্য কম ক্ষতির কারণ হলেও এখন এটাই প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। 

বায়ূ দূষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিধান থাকলেও তার প্রয়োগ না থাকায় ক্ষোভ জানান পরিবেশবিদরা।

MRP/sharif