মাদারীপুরে হচ্ছে প্রযুক্তি শিক্ষা ও গবেষণা কেন্দ্র

প্রকাশিত: ১১-০৩-২০২৩ ০৮:২৩

আপডেট: ১১-০৩-২০২৩ ১১:০৩

মাদারীপুর সংবাদদাতা: পদ্মা সেতু চালুর পর মাদারীপুরে এবার প্রযুক্তি শিক্ষা ও গবেষণা কেন্দ্র চালু করতে যাচ্ছে সরকার। যার নাম হবে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ হাইটেক পার্কের তত্ত্বাবধানে নির্মিত হবে ৪১তলা টাওয়ার। চতুর্থ শিল্প বিল্পবের অংশীদার হতে এখান থেকেই বিশ্ব বরেণ্য প্রযুক্তিবিদ তৈরি হবে বলে আশা সংশ্লিষ্টদের।

প্রযুক্তির হাব হিসেবে মাদারীপুরের শিবচরে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি’ গড়ে তুলবে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। ১৫’শ কোটি টাকার প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে ৭০ একর জমির উপর। যার মধ্যে ২০ একর জমিতে নির্মাণ করা হবে ‘ভিশন ২০৪১ নামে ৪১তলা টাওয়ার’। বাকি জায়গায় গড়ে উঠবে শিক্ষাক্রম ও গবেষণা ইনস্টিটিউট। 

প্রতিষ্ঠানটিতে প্রথম শ্রেণী থেকেই লেখাপড়ার সুযোগ থাকবে। তবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত থাকবে সাধারণ শিক্ষার সাথে প্রযুক্তিভিত্তিক বিশেষায়িত শিক্ষা। বায়োটেকনলজি, ন্যানোটেকনোলজি, নিউরোটেকনোলজি, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, হাইপার অটোমেশন, টেকনোলজিক্যাল এথিক্স, বিহেভিয়ার এন্ড এক্সপেরিয়েন্স ইঞ্জিনিয়ারিং এবং ইনোভেশনসহ তথ্য ও প্রযুক্তি ভিত্তিক বিষয় পড়ানো হবে। এছাড়া গবেষণার সুযোগ পাবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিষয়ের শিক্ষার্থীরা। প্রকল্পটি পদ্মা পাড়ে বাস্তবায়ন হওয়ায় খুশি স্থানীয়রা।

গেল ৩১শে জানুয়ারি পদ্মা সেতুর মাদারীপুরের শিবচর অংশে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে এই প্রতিষ্ঠান নেতৃত্ব দেবে বলে জানান জেলা প্রশাসক রহিমা খাতুন। ১৫শ’ কোটি টাকা খরচে ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে এই প্রকল্পের কাজ।

Kaniz/sharif