সেপ্টেম্বরে কানাডার মন্ট্রিলে ফোবানা সম্মেলন

প্রকাশিত: ১২-০৩-২০২৩ ২০:১৫

আপডেট: ১২-০৩-২০২৩ ২০:১৫

নিজস্ব প্রতিবেদক: কানাডার মন্ট্রিলে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৭তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা- ফোবানা’র সম্মেলন। তিনদিনের এই সম্মেলন শেষ হবে তেসরা সেপ্টেম্বর। আয়োজনটি মূলত উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের মিলনমেলা। আজ (রোববার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিল আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতারা। এবারের সম্মেলনে থাকছে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ওপর বিশেষ সেমিনার ও প্রদর্শনীর আয়োজন। 

উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও কৃষ্টির চর্চা এবং নতুন প্রজন্মের কাছে এর প্রসারের জন্য কাজ করে যাচ্ছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা-ফোবানা। এরই অংশ হিসেবে প্রতিবছর যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। 

এরই ধারাবাহিকতায় এবার কানাডার মন্ট্রিল শহরে আগামী পহেলা সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে ৩৭তম ফোবানা সম্মেলন। রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিল আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এবারের সম্মেলনের বিস্তারিত। 

সংবাদ সম্মেলনে ফোবানা’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির কিরণহসহ বক্তারা জানান, এবারের ফোবানা সম্মেলনে থাকছে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ওপর বিশেষ সেমিনার ও প্রদর্শনী। যাতে করে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে। 

ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ফোবানা সম্মেলনে বিদেশের মাটিতে হাজারও প্রবাসী বাংলাদেশীর  মিলন মেলা হবে। যেখানে খুঁজে পাওয়া যাবে বাংলাদেশকে। ১৯৮৭ সালে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা- ফোবানা প্রতিষ্ঠা করা হয়। 

FM/sharif