নিজস্ব প্রতিবেদক: নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত বৈশাখী টেলিভিশনের প্রতিবেদক ফয়সাল আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের ১২ই মার্চ নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা যান বৈশাখী টেলিভিশনের প্রতিবেদক ফয়সাল আহমেদ।
দুর্ঘটনায় ওই উড়োজাহাজের ৫০ যাত্রী মারা যান। শরীয়তপুরের দক্ষিণ ডামুড্যায় নিজ বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত আছেন ফয়সাল। পাঁচ ভাই বোনের মধ্যে ফয়সাল ছিলেন তাঁর বাবা-মায়ের দ্বিতীয় সন্তান।
ফয়সালের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার শরীয়তপুরে তার বাড়ির সাথে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। ফয়সালের পরিবারের সদস্য, বৈশাখী টেলিভিশনের সহকর্মী এবং গ্রামের মানুষ দোয়ায় অংশ নেন ও তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
SMS/sharif