৫শ' জনকে আসামি করে রাবি প্রশাসনের মামলা

প্রকাশিত: ১২-০৩-২০২৩ ২০:৪৩

আপডেট: ১২-০৩-২০২৩ ২০:৪৩

রাজশাহী প্রতিবেদক: গতকাল (শনিবার) রাতে স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাস এখনও উত্তপ্ত। ক্ষুব্ধ শিক্ষার্থীরা সকালে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় ও বিক্ষোভ মিছিল করে। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। এদিকে, মতিহার থানায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামী করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেইসাথে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা দু'দিনের জন্য স্থগিত রয়েছে। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় শনিবার রাতে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে আজ (রোববার) সকালে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে তারা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন। 

এরপর মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সবশেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ওপর স্থানীয় বাসিন্দা ও পুলিশের হামলার ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানান। এসময় প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে ঢাকা-রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।  

যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে অবস্থান করছে পুলিশ। তবে সংঘর্ষে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এদিকে, সংঘর্ষের ঘটনায় মতিহার থানায় অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামী করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিনোদপুরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে দেড়শ’রও বেশি শিক্ষার্থী আহত হন। এ পরিস্থিতিতে রবি ও সোমবার সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

Kaniz/sharif