বাংলাদেশ-ভারত বন্ধুত্ব জোরালো হচ্ছে- স্পিকার

প্রকাশিত: ১২-০৩-২০২৩ ২১:০৩

আপডেট: ১২-০৩-২০২৩ ২১:০৩

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-ভারত একত্রে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে।

স্পিকার বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত ব্যবস্থাপনাসহ নানান ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা জোরদার হচ্ছে। 

আজ (রোববার) বাহরাইনের মানামায় ১৪৬তম আইপিইউ সম্মেলনে ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলার সঙ্গে এক সৌজন্য সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।  

এসময় ভারত জি-টুয়েন্টির নেতৃত্ব গ্রহণ করায় ভারতীয় লোকসভার স্পিকারের মাধ্যমে ভারতীয় নেতৃত্বকে অভিনন্দন জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 

KNR/sharif