নীলফামারীতে মুক্তা চাষে সাফল্য

প্রকাশিত: ১৩-০৩-২০২৩ ০৮:৫৫

আপডেট: ১৩-০৩-২০২৩ ০৯:৩০

নীলফামারী সংবাদদাতা: নীলফামারীর ডোমারে স্বাদুপানিতে মুক্তা চাষ করে সফলতা পেয়েছেন এক যুবক। মাছ চাষের পাশাপাশি স্বল্প খরচে মুক্তা উৎপাদন করছেন তিনি। তবে দেশে মুক্তার বাজার তৈরী না হওয়ায় বঞ্চিত হচ্ছেন সঠিক দাম থেকে। মুক্তার বাজার তৈরীতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। 

আভিজাত্য ও সৌখিনতার অন্যতম অনুসঙ্গ মূল্যবান রতœ মুক্তা। দেশে এতদিন প্রাকৃতিক ভাবে সংগ্রহ করা হলেও কয়েক বছর ধরে স্বাদুপানিতে কৃত্রিমভাবে মুক্তা চাষ করছে  নীলফামারীর ডোমারের তরুণ উদ্যোক্তা জুলফিকার রহমান বাবলা।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে ২০১৬ সালে প্রশিক্ষণ নেন বাবলা। এরপর নিজ গ্রাম হাজীপাড়ায় নিজেদের পুকুরেই শুরু করেন ঝিনুকে মুক্তা চাষ। স্বল্প খরচে মাছের সাথে মুক্তা চাষ করে, এক বছরেই সাফল্য পেতে শুরু করেন তিনি। 

বাবলা কে দেখে উদ্বুদ্ধ হয়ে এখন নীলফামারীতে প্রায় ২৫ জন ঝিনুক চাষী মুক্তা উৎপাদন করছে। এতে কর্মসংস্থান সৃষ্টির সাথে সাথে স্বাবলম্বী হচ্ছেন এসব উদ্যোক্তা। 

মুক্তা চাষে চাষীদের সব ধরনের সহযোগীতা ও পরামর্শ দেয়ার পাশাপাশি মুক্তার বাজার বৃদ্ধিতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাইদ।  

মুক্তার লকেট ও পুতি ২০০ টাকা থেকে এক হাজার টাকায় বিক্রি করছে নীলফামারীর চাষীরা। 

 

Kaniz/Bodiar