নিজস্ব প্রতিবেদক: শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনয়শিল্পী জ্যোতিকা পাল জ্যোতি। তিনি দুই বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন। আজ (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জ্যোতিকে পরিচালক করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
জ্যোতির পৈতৃক নিবাস ময়মনসিংহের গৌরীপুরে। আনন্দমোহন কলেজ থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করেছেন তিনি। ২০০৫ সালে ‘ধায়না’ ছবি দিয়ে চলচ্চিত্রে পা রাখেন জ্যোতিকা জ্যোতি। এরপর ‘নন্দিত নরকে’ এবং ‘জীবনঢুলী’ সহ বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন।
rocky/sharif