ইবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা, সড়ক অবরোধ

প্রকাশিত: ১৪-০৩-২০২৩ ০০:২৪

আপডেট: ১৪-০৩-২০২৩ ০৬:৫৯

কুষ্টিয়া সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে স্থানীয়রা। সোমবার সন্ধ্যায় ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশ পথের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন। 

আহত দু’জনের মধ্যে মেহেদী হাসান নামে একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। অপরজন জাহিদ একই শিক্ষাবর্ষের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। 

এদিকে ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় লেকে আড্ডা দেয়ার সময় বহিরাগত স্থানীয় দুজন এসে বান্ধবীদের ভিডিও ধারণ করে। তাদেরকে ভিডিও ডিলিট করতে বললে শিক্ষার্থীদের সাথে  বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় ক্যাম্পাসের পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে মোটরসাইকেলের তেল আনতে গেলে স্থানীয়রা দুই শিক্ষার্থীর ওপর হামলা চালায়। 

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে সোমবার রাত ১০টার দিকে বিক্ষোভ ও মহাসড়কের অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। 

Mustafiz/sat