রাজশাহী সংবাদদাতা: রাজশাহীতে রেললাইনে আগুন দিয়ে সম্পদ নষ্ট, ভাংচুর ও মালামাল চুরির অভিযোগে রেলওয়ে কর্তৃপক্ষও মামলা করেছে।
সোমবার রাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী ভবেশ চন্দ্র রাজবংশী বাদী হয়ে রাজশাহী রেলওয়ে থানায় (জিআরপি) মামলাটি দায়ের করেন।
মামলায় অজ্ঞাত পরিচয় ৩০০ জনকে আসামি করা হয়েছে বলে পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহী জিআরপি থানার ওসি গোপাল কর্মকার জানান। তিনি বলেন, রোববার রাত পৌনে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট এলাকায় রেললাইনে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা রেলওয়ের রেল ক্রসিংয়ের গুমটি ঘরের জানালা ভাঙচুর করে। এতে রেললাইন থেকে ৯২টি প্যান্ডেল ক্লিপ ও একটি স্টিল স্লিপার হারিয়ে যায়। আগুনে তিনটি কাঠের স্লিপার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসিম কুমার তালুকদার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সময় কিছু জিনিস নষ্ট হয়েছে। কিছু জিনিস নিয়ে গেছে। তার বিবরণী থানায় দেয়া হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় রাবির শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে বিনোদপুর বাজারের দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ব্যবসায়ীদের ইটপাটকেল ও পুলিশের টিয়ার সেল এবং রাবার বুলেটে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পেছনে রেলপথ অবরোধ করেন। পরদিন রাতেও শিক্ষার্থীদের একটি অংশ রেলপথ অবরোধ করে আগুন দেন। এ কারণে দুই দিনই কয়েক ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে।
এই ঘটনায় রেল কর্তৃপক্ষ মামলা করল। এর আগে দুই শতাধিক শিক্ষার্থীকে আহত করার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে। এ ছাড়া সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয়ের পুলিশ বক্স ও পুলিশের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া এবং সাত পুলিশ সদস্যকে আহত করার অভিযোগে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
Mustafiz/sat