নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মুক্তিযুদ্ধের অসাধারন ও দুর্লভ সব ছবির চিত্রগ্রাহক, ইতিহাসের সাক্ষী কিংবদন্তী প্রবীন ফটোসাংবাদিক জালাল উদ্দিন হায়দার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৮২ বছর।
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য কিংবদন্তী এই ফটোসাংবাদিক মুক্তিযুদ্ধের আগে ও পরে অনেক অসাধারণ ও দুর্লভ ছবি তুলে ইতিহাসের সাক্ষী হয়েছেন। একাত্তরের ৭ই মার্চের ভাষণ, ১০ই মার্চ হরতাল, ২০ জানুয়ারির বিক্ষোভ, ১৯৭২ সালে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি উদযাপন ছবির মতো অসংখ্য মুহুর্তকে ক্যামেরাবন্দি করেছেন কিংবদন্তী এই ফটোসাংবাদিক।
জালাল উদ্দিন হায়দারের জন্ম ১৯৪১ সালের ২৭শে জানুয়ারি। তিনি যশোর জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং পরবর্তী সময়ে একই জেলা থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৬৫ সালে ঢাকায় এসে দৈনিক পয়গামে যোগ দিয়ে ক্যারিয়ার শুরু করেন। তিনি সবশেষ কাজ করেছেন দৈনিক জনকন্ঠে। দুপুরে জাতীয় প্রেসক্লাবে জালাল উদ্দিন হায়দারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
MHS/shimul