নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের পার্পেল ফেস্টিভেলের আন্তর্জাতিক নারী দিবসের সম্মাননা পেলেন বৈশাখী টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার রুমানা আফরোজ। আমেরিকার নিউজার্সিতে আন্তর্জাতিক নারী দিবসের সম্মাননা পুরস্কার উৎসব-২০২৩ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন জাতি গোষ্ঠীর ৩০জন নারীকে প্রতিবছর এ সম্মননার জন্য মনোনীত করা হয়। এ বছর বাংলাদেশ থেকে মনোনীত হন বৈশাখী টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার রুমানা আফরোজ।
ইউএসএ এন্টারটেইনমেন্ট এর আয়োজনে গত শনিবার নিউজার্সির প্যাটারসন শহরে হেলডন ফায়ারম্যান হলে বসে এই পুরস্কারের ৮ম আসর। সেখানে বিজয়ীদের হাতে আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়। রুমানা আফরোজ অনুষ্টানে না যাওয়ায় তার পুরস্কার বাংলাদেশে তার ঠিকানায় পাঠানো হয়েছে।
অনুষ্ঠানে নিউজার্সির সেক্রেটারি অভ স্টেট তাহিশা ওয়ে, কংগ্রেসওম্যান মাইকি শেরিল, প্যাসাইক কাউন্টি ডেমোক্রেটিক কমিটির চেয়ারম্যান জন কারিসহ ফেডারেল এবং স্টেটের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
MHS/prabir