রপ্তানির আড়ালে ৩৭৯ কোটি টাকা পাচার

প্রকাশিত: ১৪-০৩-২০২৩ ২২:১৩

আপডেট: ১৪-০৩-২০২৩ ২২:১৮

রাকিব হোসেন : ভুয়া রপ্তানি আদেশের মাধ্যমে তৈরি পোশাক রপ্তানি করে দেশ থেকে সম্প্রতি ৩৭৯ কোটি টাকা পাচার করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলম জানান, চারটি গার্মেন্টস প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের নথি জাল করে এই অর্থপাচার করেছে। তাদের বিরুদ্ধে জালিয়াতি ও মানি লন্ডারিংসহ বিভিন্ন আইনে মামলা করা হবে বলেও জানান তিনি। 

রপ্তানি আদেশে জালিয়াতির মাধ্যমে বিদেশে অর্থপাচার দেশে নতুন কিছু নয়। তবে এমন অপরাধে এবার নতুন ধরনের খবর মিলেছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, এতদিন ঘোষণায় রপ্তানি পণ্যের দাম কমবেশি দেখিয়ে মানি লন্ডারিং হতো। তবে, এবার একটি প্রতিষ্ঠানের বৈধ রপ্তানি নথি ব্যবহার করে অন্য চারটি প্রতিষ্ঠান ভূয়া রপ্তানি আদেশ দেখিয়ে দেশের ৩৭৯ কোটি টাকা পাচার করা করেছে। 

এসব প্রতিষ্ঠানের মধ্যে এশিয়া ট্রেডিং কর্পোরেশন ২৮২ কোটি টাকা, ইমু ট্রেডিং কর্পোরেশন ৬২ কোটি টাকা, সাবিহা সাইকা ফ্যাশন ১৮ কোটি টাকা এবং ইলহাম নামে একটি প্রতিষ্ঠান ১৭ কোটি টাকা পাচার করেছে।

মঙ্গলবার দুপুরে, রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, তৈরি পোশাক রপ্তানির নামে এই অপরাধে সহায়তা করেছে লিম্যাক্স শিপার নামে একটি সিএন্ডএফ এজেন্ট। তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে পণ্য রপ্তানির নামে অর্থপাচার করেছে প্রতিষ্ঠানগুলো। এছাড়া এমন অপরাধে জড়িত আরও বেশ কিছু প্রতিষ্ঠানকে নজরদারিতে রেখেছে শুল্ক গোয়েন্দা।

 

 

Rakib/Bodiar