১শ’ ১৬টি ইউপিতে ভোট গ্রহণ কাল

প্রকাশিত: ১৫-০৩-২০২৩ ০৮:৩৫

আপডেট: ১৫-০৩-২০২৩ ০৯:০২

ডেস্ক প্রতিবেদন: আগামীকাল দেশের ১শ ১৬টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। এরমধ্যে ৪৬টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন আর বাকিগুলোতে বিভিন্ন পদে উপনির্বাচন। তিনটি উপজেলা পরিষদ ও তিনটি পৌরসভায়ও নির্বাচন এদিন। এরমধ্যে ৩টি উপজেলায়, একটি পৌরসভা ও একটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও মেয়র পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসব নির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম-এ। 

দেশের শতাধিক স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন হবে বৃহস্পতিবার (১৬ই মার্চ)। এরমধ্যে রয়েছে ছয়টি উপজেলা, ৮টি পৌরসভা ও ১১৬টি ইউনিয়ন পরিষদ। উপজেলাগুলোর মধ্যে একটিতে সবগুলো পদে, একটিতে চেয়ারম্যান পদে উপনির্বাচন আরেকটি চেয়ারম্যান পদে পুননির্বাচন হবে। তবে তিনটি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।

এদিন তিনটি পৌরসভায় সাধারণ নির্বাচন ও ৫টি পৌরসভায় বিভিন্ন পদে ভোট হবে। আরো তিনটি পৌরসভায় উপনির্বাচনে বিভিন্ন পদে একক প্রার্থী থাকায় এসব স্থানে ভোট হবে না। 

এছাড়াও ৪৬টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ হবে বৃহস্পতিবার। ৪৭টি ইউপিতে ভোট হবার কথা থাকলেও একটিতে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। উপনির্বাচন হবে ৭০টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে। আরো দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন হবার কথা থাকলেও একটিতে একক প্রার্থী ও একটির ভোট স্থগিত করা হয়েছে।

এসব নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। 

আজই (বুধবার) কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে ইভিএমসহ সকল নির্বাচনী সরঞ্জাম। 

 

FR/shimul