ভারতের হাসপাতালে ভর্তি অভিনেত্রী নাদিয়া

প্রকাশিত: ১৫-০৩-২০২৩ ১১:২৭

আপডেট: ১৫-০৩-২০২৩ ১১:২৭

বিনোদন ডেস্ক: অসুস্থ হয়ে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। এক ফেসবুক পোস্টের মাধ্যমে অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। চলতি বছরের শুরুর দিকেও তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কয়েক মাস না পেরোতে আবারও গুরুতর অসুস্থ হন তিনি। 

ফেসবুক পোস্টে নাদিয়া লেখেন ‘প্রতিটি পরিস্থিতিতে তিনি আমাকে একা ছাড়েন না। আমার প্রিয় আল্লাহ তুমিই আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ।’ তবে তার অসুস্থতার বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

এর আগে গত ১৭ জানুয়ারি রাতে গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নাদিয়াকে।  হাসপাতালের বেডে শুয়ে থাকার একটি ছবি ফেসবুকে পোস্ট করে নাদিয়া জানিয়েছিলেন, ‘হঠাৎ গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় হাসপাতালে ভর্তি হতে হলো। এ জন্য আমি সব ধরনের শুটিং থেকে আপাতত বিরতি নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

 

Mustafiz/shimul