নিজস্ব সংবাদদাতা: শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দেশের শতাধিক স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের ভোটগ্রহণ। এখন পর্যন্ত বড় কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। সব কেন্দ্রে ভোট হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। বিশৃঙ্খলা এড়াতে মাঠে রয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দেশের ১শ' ১৬টি ইউনিয়ন পরিষদ, ৮টি পৌরসভা ও ৩টি উপজেলা পরিষদের বিভিন্ন পদে ভোটগ্রহণ হয়েছে বৃহস্পতিবার। এর মধ্যে ৪৬টি ইউনিয়ন পরিষদ, একটি উপজেলা ও তিনটি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে আটটায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ভোটারদের দীর্ঘলাইন দেখা যায়। তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ময়মনসিংহে একটি পৌরসভা, একটি ইউনিয়ন পরিষদ ও চারটি ইউনিয়নে সাধারণ সদস্য পদে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গাজীপুরে ৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। টাঙ্গাইলের তিন উপজেলা, এক পৌরসভা ও দুই ইউনিয়নের নির্বাচনে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন স্থানীয়রা।
সিলেট সদর উপজেলা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের এবারই প্রথম বারের মতো ইভিএমে ভোট গ্রহণ হয়েছে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়ে।
ফরিদপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোটগ্রহণ হয়েছে। এবারই প্রথম সব ক'টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের মোট ৫৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদে ভোট শেষ হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ২০ জন, সাধারণ সদস্য পদে ১শ‘ ৪৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কুমিল্লায় একটি উপজেলা ও তিনটি ইউনিয়ন পরিষদে নির্বাচন সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চাঁদপুরের দুই ইউনিয়ন পরিষদের ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশী।
kanij/shimul