বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটে এক পল্লী চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দেলোয়ার হোসেন নামের ওই পল্লী চিকিৎসক দীর্ঘদিন ধরে নিয়মের বাইরে বিভিন্ন রোগের অপারেশন করে আসছিলেন।
আজ (বৃহস্পতিবার) দুপুরে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় ওই চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোহান সরকার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন। সাথে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রোহান সরকার বলেন, পল্লী চিকিৎসকের সনদ নিয়ে দেলোয়ার হোসেন বেশ কয়েক বছর ধরে বাগেরহাট সদর ও মোড়েলগঞ্জ উপজেলায় চেম্বার খুলে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিলো।
Priyonty/sharif