নারায়ণগঞ্জে ভবনে আগুন, দগ্ধ একজনের মৃত্যু

প্রকাশিত: ১৮-০৩-২০২৩ ১১:২৭

আপডেট: ১৮-০৩-২০২৩ ১৬:২৯

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ভবনে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ আরও ৩ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। আজ (শনিবার) সকালে নিতাইগঞ্জে শতবছর পুরোনো দ্বিতীয়তলা একটি ভবনে হঠাৎ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে এই হতাহতের ঘটনা ঘটে। প্রাথমিকভাগে বিস্ফোরণের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ মোড়ে শতবছরের পুরোনো এই ভবনটি ১০ বছর আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবুও ভবনটির নিচতলা ডাল, চাল, লবনসহ বিভিন্ন পণ্যের গুদাম হিসেবে ব্যবহার হতো। আর দুই তলায় থাকতেন শ্রমিক ও ট্রাক চালকরা। জরাজীর্ণ এই ভবনটিতে শনিবার সকাল ৯টার দিকে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে ভবনটির পেছনের অংশ ধসে পড়ে ও আগুন ধরে যায়। 

পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার ভবনটি থেকে আহত অবস্থায় ১০জনকে উদ্ধার করা হয়। এরমধ্যে গুরুতর দগ্ধ চারজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আওলাদ হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়। দগ্ধ বাকী ৩ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেছেন, দুর্ঘটনায় হতাহতরা শ্রমিক, ট্রাকচালক ও দোকান মালিক। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছেন তারা।

এদিকে, ভবনটিতে বিস্ফোরণের কারণ এখনো জানতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ভবনটির পাশে একটি সচল গ্যাসের সংযোগ পাওয়া গেছে। সেখান থেকে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন। পরবর্তী যেকোন দুর্ঘটনা এড়াতে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

FR/sharif