অস্ট্রেলিয়ার নদীতে লাখ লাখ মাছের মৃত্যু

প্রকাশিত: ১৮-০৩-২০২৩ ১২:৪৭

আপডেট: ১৮-০৩-২০২৩ ১২:৪৭

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঞ্চলের মেনিন্ডি শহরের ডার্লিং-বাঁকা নদীতে ভাসছে লাখ লাখ মরা মাছ। কেউ কেউ এই মাছ সংগ্রহে নেমেছেন নদীতে। গতকাল (শুক্রবার) এমন দৃশ্যের দেখা মেলে।

স্থানীয় সময় শুক্রবার সকালে মরা মাছগুলো নদীতে ভেসে উঠতে শুরু করে। হঠাৎ লাখ লাখ মাছ মারা যাওয়ায় স্থানীয়রা ভিড় করে নদীর পাড়ে। তারা বলছেন, এই শহরে একবারে এত মাছের মৃত্যুর ঘটনা আগে ঘটেনি। তবে তিন বছর আগেও একবার এই শহরে প্রচুর মাছের মৃত্যু হয়।  

রাজ্যের নদী কর্তৃপক্ষ বলছেন, চলমান তাপপ্রবাহের ফলে নদীকে প্রভাবিত করছে। এ কারণেই মাছের মৃত্যু হয়েছে। শুক্রবার মেনিন্দিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শনিবার তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছাবে বলেও আশঙ্কা করা হচ্ছে।  

বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যে পচনশীল মাছগুলি জল থেকে আরও অক্সিজেন চুষে নেওয়ায় আরও বেশি মাছ মারা যাবে। সুদূর-পশ্চিম নিউ সাউথ ওয়েলসের শহরে প্রায় ৫০০ লোক বাস করে। ডার্লিং-বাকা নদী মারে ডার্লিং বেসিনের একটি অংশ, অস্ট্রেলিয়ার বৃহত্তম নদী ব্যবস্থা এটি।

rocky/sharif