ক্রীড়া ডেস্ক: ইউরো বাছাইপর্বের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। নতুন কোচের অধীনে ঘোষিত স্পেন দলে বেশ বড় চমক দেখা গেছে। কাতার বিশ্বকাপে খেলা ১৫ জনের জায়গা হয়নি এই দলে।
কাতার বিশ্বকাপে ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেন কোচ লুইস এনরিকে। তারপর স্পেনের দায়িত্ব দেওয়া হয় লুইস দে লা ফুয়েন্তেকে। দায়িত্ব নেওয়ার পর ফুয়েন্তের প্রথম পরীক্ষা ইউরো বাছাই।
আর প্রথম পরীক্ষাতেই চমক দেখিয়েছেন ফুয়েন্তে। বিশ্বকাপ দলের ১৫ জনকেই নিজের ঘোষিত ইউরো বাছাইপর্বের দল থেকে বাদ দিয়েছেন এই কোচ।
ইউরো বাছাইপর্বে ২৫শে মার্চ নরওয়ের বিপক্ষে ও ২৮শে মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে স্পেন। মূলত আগামী বছরের ইউরোয় চোখ রেখে এখন দল সাজাচ্ছেন ফুয়েন্তে। অন্যদিকে, রবার্তো মার্তিনেজের পর্তুগাল দলে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন ফেরান তোরেস, জর্দি আলবা, এরিক গার্সিয়া ও আনসু ফাতি। জায়গা হয়নি মার্কো আসেনসিও, কার্লোস সোলার, পাও তোরেসের মতো তারকারও। প্রথমবারের মতো স্পেন দলে জাগয়া পেয়েছেন ডেভিড গার্সিয়া, মার্তিন জুবিমেন্দি ও জুসেলু।
স্পেন দল
গোলরক্ষক: কেপা, রবার্তো সানচেজ, ডেভিড রায়া।
ডিফেন্ডার: গে, বালদে, লাপোর্তে, ইগো মার্তিনেজ, নাচো, ডেভিড গার্সিয়া, পেদ্রো পোরো, কারভাহাল।
মিডফিল্ডার: রদ্রি, জুবিমেন্দি, গাভি, ফাবিয়ান, মেরিনো, সেবায়োস ও পেদ্রি।
ফরোয়ার্ড: মোরাতা, নিকো উইলিয়ামস, ব্রায়ান গিল, ওয়ারববাল, আসপাস, জোসেলু ও জেরার্দ মরেনো।
rocky/sharif