আন্তর্জাতিক ডেস্ক : আবারও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফিরলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে দুই বছরের নিষেধাজ্ঞা শেষে শুক্রবারই (১৭ই মার্চ) ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব ও ফেসবুকের অ্যাকাউন্ট পুনরায় চালু করা হলো। ২০২১ সালের ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার পরই বন্ধ করে দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্ট। সেই সময় অভিযোগ করা হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের পর রিপাবলিকান সমর্থকদের ক্যাপিটল হিলে হামলা চালানোর জন্য উসকে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।
পুনরায় ট্রাম্পের ফেসবুক ও ইউটিউব অ্য়াকাউন্ট চালু হতেই দুই সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্মেই একটি লাইনের পোস্ট করা হয়, তাতে লেখা “আই অ্য়াম ব্যাক”। ডোনাল্ড ট্রাম্পের পেজেও একটি ভিডিয়ো পোস্ট করা হয়। তাতে প্রথমে ২০১৬ সালে তিনি যখন হিলারি ক্লিনটনের বিরুদ্ধে লড়েছিলেন, সেই দৃশ্য দেখা যায়। এরপরেই সেই দৃশ্য মিলিয়ে গিয়ে স্ক্রিনে ভেসে ওঠে 'ট্রাম্প ২০২৪' লেখা। ওই ভিডিয়োয় ট্রাম্পকে বলতে শোনা যায়, 'সরি টু কিপ ইউ ওয়েটিং' (অপেক্ষা করানোর জন্য় ক্ষমাপ্রার্থী)।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই মেটা প্ল্য়াটফর্মের তরফে জানানো হয়েছিল, সাবেক মার্কিন প্রেসিডেন্টের ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, এই অ্যাকাউন্টগুলি পুনরায় চালু করে দেওয়া হবে। ইউটিউবের তরফেও শুক্রবার ট্রাম্পের অ্যাকাউন্টের উপর থেকে ব্যান তুলে নেওয়া হয়।
afroza/sharif