আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে অবসর গ্রহণের বয়সসীমা বাড়ানো বিষয়ক বিল পাসের বিরুদ্ধে দ্বিতীয় দফায় বিক্ষোভ-আন্দোলন শুরু হয়েছে। পুলিশের ধরপাকড় সত্ত্বেও শুক্রবার (১৭ই মার্চ) রাজধানী প্যারিসের প্রেস দে লা কনকর্ড, বোর্দো, তৌলন ও স্ট্রাসবার্গ শহরে নতুন করে বিক্ষোভে নেমেছেন আন্দোলনকারীরা।
পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে আবারও বেঁধেছে সংঘর্ষ। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুঁড়ছে পুলিশ। পুলিশের দিকে পাল্টা পটকা ছুঁড়ছে বিক্ষোভকারীরা। গত বৃহস্পতিবার ফ্রান্সের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোট ছাড়া বিল পাসে সংবিধানের ৪৯ দশমিক ৩ অনুচ্ছেদ বলবৎ করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। এই ঘোষণার পরই বিক্ষোভ-মিছিল ব্যাপক আকার ধারণ করেছে।
এর দুই সপ্তাহ আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের বিরুদ্ধে প্রথম দফায় বিক্ষোভ করে ১১ লাখ ২০ হাজার মানুষ। তবে এবারের বিক্ষোভ এই সংখ্যাকে ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে, দেশটিতে অবসর গ্রহণের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্তকে ‘সরকারের সম্পূর্ণ ব্যর্থতা’ বলে সমালোচনা করেছেন ন্যাশনাল র্যালি পাটির নেতা মেরিন লে পেন। দেশটির বামপন্থী নুপেস জোট ও দূর-ডানপন্থী ন্যাশনাল র্যালি পার্টি ফ্রান্স সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেছে। আগামী সপ্তাহের শুরুতে এ বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হতে বলে আশা করা হচ্ছে।
aleya/sharif