ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানে সমর্থন দেবে তুরস্ক

প্রকাশিত: ১৮-০৩-২০২৩ ১৫:১৪

আপডেট: ১৮-০৩-২০২৩ ১৫:১৪

আন্তর্জাতিক ডেস্ক: নানা নাটকীয়তার পর অবশেষে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ডের সদস্য হওয়ার আবেদনকে অনুমোদন দিতে রাজি হয়েছে তুরস্ক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে বৈঠকের তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ন্যাটোতে ফিনল্যান্ডের সদস্য হওয়ার আবেদনকে অনুমোদন দিতে রাজি হন। 

এর আগে ফিনল্যান্ডে, তুরস্কের হাইকমিশন ভবনের বাইরে মুসলমানদেও পবিত্র ধর্মীয় গ্রন্থ পোড়ানোর ঘটনায় ন্যাটোতে ফিনল্যান্ডের সদস্য হওয়ার আবেদনকে অনুমোদন না দেওয়ার ঘোষণা দেন এরদোয়ান।

এরপর কয়েক দফায় বৈঠকে বসে দুই দেশের প্রতিনিধিরা। সর্বশেষ, ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে বৈঠকের পর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বাস্তবায়নে ফিনল্যান্ড নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে।

এরদোয়ানের এই ঘোষণার ফলে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের আবেদন তুরস্কে পার্লামেন্টে উত্থাপন করা যাবে।

উল্লেখ্য, ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো জোটে যোগদানের জন্য দশ মাস আগে আবেদন করেছিল।

rocky/sharif