নিজস্ব প্রতিবেদক : বিএনপি'র দুটি গুণ দুর্নীতি আর মানুষ খুন। তারা সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা কোনোভাবেই দেয়া যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (১৮ মার্চ) রাজধানীর ধোলাইখালে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘মির্জা ফখরুল দেখতে মনে হয় ভদ্রলোক, আর অন্তরে বিষ। একটা মানুষ এত মিথ্যা কথা বলতে পারে, সেরা মিথ্যাবাদীর নাম মির্জা ফখরুল’।
ওবায়দুল কাদের- মুখে মুখে ফাকা আওয়াজ দিয়ে জনপ্রিয়তা প্রমাণ করা যাবেনা বিএনপি নির্বাচনে অংশ নিয়ে যাচাই করুন। বিএনপির আন্দোলন খাদে পড়ে গেছে। এই আন্দোলনে আর মরা গাঙে জোয়ার আসবে না। দুর্নীতিতে বিএনপি ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন। 'ক্ষমতার স্বপ্ন দেখছেন। বেপরোয়া গাড়ির বেপরোয়া ড্রাইভারে চলতে চলতে গাড়ি খাদে পড়ে গেছে। বিএনপির আন্দোলন খাদে পড়ে গেছে। বিএনপির আন্দোলন জখম হয়ে গেছে!’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘শেখ হাসিনা চুরি করলে পদ্মা সেতু হতো না, ঢাকায় মেট্রোরেল হতো না, এক্সপ্রেসওয়ে হতো না। শেখ হাসিনা যদি চুরি করতেন তাহলে চট্টগ্রামে কর্ণফুলী টানেল হতো না। একদিনে একশ রাস্তা হতো না। শেখ হাসিনা চুরি করেননি, চুরি থেকে বাংলাদেশকে, ক্ষমতার রাজনীতিকে দুর্নীতিমুক্ত করেছেন। ’
গত ৪৮ বছরে দক্ষ প্রসাশক জন্ম নেয়নি মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা চুরি করলে তার নামে হাওয়া ভবন তৈরি হতো। কোটি কোটি মানুষের কাছে খাদ্য পৌঁছে দিতে পারতেন না। শেখ হাসিনা আছেন বলেই গৃহহীনরা ঘর পাচ্ছে, ভূমিহীনেরা ভূমি পাচ্ছে।
sanjida/shimul